Pages

Translate

Friday, June 20, 2014

credentials of the word of Dhaka City


উত্তর: ওয়ার্ড নং ১৪
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৪ নম্বর ওয়ার্ডটি আগেও  ১৪ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। মিরপুর কাফরুল থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডের আয়তন কিলোমিটার
 অর্ন্তভূক্ত এলাকা
পূর্ব পশ্চিম সেনপাড়া পর্বতা, পূর্ব পশ্চিম কাজীপাড়া, পূর্ব পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাফরুল।

সীমানা
উত্তরে মিরপুর ১০নং গোলচত্বও, দক্ষিণ-পশ্চিম কাফরুল, পূর্বে -ইব্রাহিমপুর, পশ্চিমে-পীরেরবাগ।

উল্লেখযোগ্য বিষয়
  • গার্মেন্টস ফ্যাক্টরী
  • কল্যানপুর খাল
  • বিপণী বিতান
  • বেশ কয়েকটি স্কুল কলেজ রয়েছে
উত্তর: ওয়ার্ড নং ১৫
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৫ নম্বর ওয়ার্ডটি আগেও  ১৫ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। কাফরুল পল্লবী  থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডটির আয়তন . কিলোমিটার
অর্ন্তভূক্ত এলাকা
লালাসরাই, ধামালকোট, ভাষাণটেক, মাটিকাটা, মানিকদি, বালুঘাট, বাইগারটেক, আলব্দীরটেক, বরাণটেক।  
উল্লেখযোগ্য বিষয়
  • গার্মেন্টস ফ্যাক্টরী
  • বেশ কয়েকটি স্কুল কলেজ
  • হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
  • ১০০ শয্যার হাসপাতাল এই ওয়ার্ডে রয়েছে
উত্তর: ওয়ার্ড নং ১৬
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৬ নম্বর ওয়ার্ডটি আগেও  ১৬ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। কাফরুল থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডটির আয়তন . কিলোমিটার
সীমানা :
উত্তরে নং ওয়ার্ড, দক্ষিণে পুরাতন বিমানবন্দর, পূর্বে ঢাকা সেনানিবাস, পশ্চিমে ১৩ ১৪ নং ওয়ার্ড।

অর্ন্তভূক্ত এলাকা
কাফরুল,  ইব্রাহিমপুর, শেওড়াপাড়া, কাজী পাড়া, পুরানো বিমান বন্দর এলাকা।  
 উল্লেখযোগ্য বিষয়
  • বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরী
  • পুরানো বিমান বন্দর
  • বেশ কয়েকটি স্কুল কলেজ এই ওয়ার্ডে রয়েছে 

উত্তর: ওয়ার্ড নং ১৭
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৭  নম্বর ওয়ার্ডটি আগেও  ১৭  নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। উত্তরা,  নতুন বাজার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত
 অর্ন্তভূক্ত এলাকা
উত্তরা, নতুন বাজার ক্যান্টনমেন্ট এলাকা।

আয়তন  
.৫০ বর্গকিলোমিটার
 উল্লেখযোগ্য বিষয়
  • বসুন্ধরা আবাসিক এলাকা
  • নিকুঞ্জ
  • বিশ্ববিদ্যালয়
  • বিমান বন্দর
  • স্কুল কলেজ
  • পত্রিকা অফিসের কার্যালয় অন্যান্য এই ওয়ার্ডে রয়েছে
উত্তর: ওয়ার্ড নং ১৯
·         নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৯  নম্বর ওয়ার্ডটি আগেও  ১৯  নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। এই ওয়ার্ডটি রাজধানীর অভিজাত ওয়ার্ড হিসেবে সুপরিচিত 
·         সীমানা
উত্তরে-নৌবাহিনী সদর দপ্তর এর প্রাচীর, দক্ষিণে-নিকেতন মহাখালী লেক, পূর্বে-গুলশান লেক, পশ্চিমে-রেললাইন।
 
অর্ন্তভূক্ত এলাকা
গুলশান , নিকেতন (আংশিক), বনানী, কাকলী, চেয়ারম্যান বাড়ি, কড়াইল। (গুলশান-বারিধারা ব্রিজ থেকে গুলশান শুটিং ক্লাব, চেয়ারম্যান বাড়ি, বনানী, সমগ্র কড়াইল কড়াইল বস্তি) এই ওয়ার্ডের অর্ন্তভূক্ত।

আয়তন
২৫ বর্গকিলোমিটার প্রায়
 উল্লেখযোগ্য বিষয়
·         ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নাম্বার ওয়ার্ডটি রাজধানীর অভিজাত ওয়ার্ডের মধ্যে অন্যতম। রাজধানীর বিশাল আয়তনের এই ওয়ার্ডে আছে দেশের বহু ভিআইপির আবাসস্থাল। নামে আবাসিক এলাকা হলেও দিন দিনই এটি বাণিজ্যিক এলাকায় পরিণত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচ তারকা হোটেল, মার্কেট এবং অফিসের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে এই ওয়ার্ডে।

এই ওয়ার্ডের অন্যতম বৈশিষ্ট এখানকার গলিতে গলিতে বিশ্ববিদ্যালয়। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ জুড়েই বহুতল সব ভবনের সমাহার। এখানে এক রাস্তার ধারেই রয়েছে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে পরপর রয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, এশিয়া ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি রয়েল ইউনিভার্সিটি। অন্য পাশে রয়েছে এআইইউবি, নর্দার্নসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভবন
উত্তর: ওয়ার্ড নং ২০
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ২০  নম্বর ওয়ার্ডটি আগেও  ২০  নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। এই ওয়ার্ডটি রাজধানীর অভিজাত ওয়ার্ড হিসেবে সুপরিচিত। মহাখালী, গুলশান এর আশ পাশের এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। গুলশান থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডের আয়তন বর্গ কিলোমিটার
সীমানা
পূর্বে নিকেতন আবাসিক এলাকা,পশ্চিমে আমতলী, উত্তরে -বনানী নং রোড, দক্ষিণে-রসুলবাগ।
অর্ন্তভূক্ত এলাকা
পুরো মহাখালী, গুলশান- এর কিছু অংশ, বনানীর কিছু অংশ নিকেতন আবাসিক এলাকা। (মহাখালীব্লক, ‘ব্লক, ‘ব্লক, ‘ব্লক, বসুলবাগ, সাততলা বস্তি, টিঅ্যান্ডটি নিকেতন) এই ওয়ার্ডের অর্ন্তভূক্ত।
উল্লেখযোগ্য বিষয়
  • এই ওয়ার্ডটি আবাসিক এলাকার অর্ন্তভূক্ত
  • মহাখালী কলেরা হাসপাতাল
  • একাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • বেশ কয়েকটি বেসরকারী হাসপাতাল এই ওয়ার্ডে রয়েছে
উত্তর: ওয়ার্ড নং ২১
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ২১  নম্বর ওয়ার্ডটি আগেও  ২১  নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল
মেরুল বাড্ডা এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত
 অর্ন্তভূক্ত এলাকা
মেরুল (পূর্ব পশ্চিম), দক্ষিণ বাড্ডা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা গোপীপাড়া।

সীমানা
পশ্চিমে গুলশান লেক, দক্ষিণে রামপুরা ব্রিজ, পূর্বে প্রগতি সরণী, উত্তরে গোপীপাড়া।

আয়তন :
কিলোমিটার।
 
উল্লেখযোগ্য বিষয়
  • বেসরকারী হাসপাতাল
  • ফুটবল খেলার মাঠ
  • পার্ক বিনোদন কেন্দ্র
  • বৌদ্ধ বিহার
  • পোশাক কারখানা
উক্ত বিষয় এই ওয়ার্ডে রয়েছে
উত্তর: ওয়ার্ড নং ২২
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ২২  নম্বর ওয়ার্ডটি আগেও  ২২  নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল
রামপুরা বনশ্রী এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত
 অর্ন্তভূক্ত এলাকা
পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, উলন ওমর আলী লেন, নাসিরের টেক, বাগিচার টেক, দাসপাড়া, মহানগর আবাসিক এলাকা, বনশ্রী আবাসিক এলাকার অংশ মোল্লাপাড়া এই ওয়ার্ডের অর্ন্তভূক্ত।

মৌজা
উলন মেরাদিয়া
আয়তন
২৫ বর্গ কিলোমিটার (আনুমানিক)
থানা
রামপুরা।  
উল্লেখযোগ্য বিষয়
  • বেসরকারী হাসপাতাল
  • ফুটবল খেলার মাঠ
  • পার্ক বিনোদন কেন্দ্র
উক্ত বিষয় এই ওয়ার্ডে রয়েছে
উত্তর: ওয়ার্ড নং ২৩
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ২৩  নম্বর ওয়ার্ডটি আগেও  ২৩  নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল
উলন খিলগাঁও  এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত
 অর্ন্তভূক্ত এলাকা
মালিবাগ চৌধুরীপাড়া, খিলগাঁও চৌধুরীপাড়া, মালিবাগ বাজার রোড, খিলগাঁও পুর্বহাজীপাড়া, খিলগাঁও তালতলা, মৌলভিরটেক, বিয়াজবাগ, পশ্চিম চৌধুরীপাড়া (আংশিক) এই ওয়ার্ডের অর্ন্তভূক্ত।
মৌজা
উলন খিলগাঁও।
থানা
রামপুরা, রমনা (আংশিক)   
 উল্লেখযোগ্য বিষয়
  • বেসরকারী হাসপাতাল
  • ফুটবল খেলার মাঠ
  • পার্ক বিনোদন কেন্দ্র
উক্ত বিষয় এই ওয়ার্ডে রয়েছে

No comments:

Post a Comment